সমুদ্রে ৬৫ দিন মৎস্য আহরণ বন্ধ থাকার পর সরকারী সহায়তা হিসেবে খুলনার দাকোপে ৯ হাজার ১শত ৪২ জন জেলে পরিবারের মাঝে ৪ হাজার ২৬.৬২১ মেঃ টন খাদ্য শস্যা বিতরণ কার্যক্রম ২৫ জুলাই বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে।
উপজেলা মৎস্য অধিদপ্তর সুত্রে জানাগেছে,দীর্ঘ ৬৫দিন সমুদ্রে সকল প্রকার মৎস্য আহরণ বন্ধ থাকার পর জেলে পরিবারের জন্য সরকারী সহায়তার ২য় কিস্তির ভিজিএফ’র মাধ্যমে দাকোপের চালনা পৌরসভাসহ ৯টি ইউনিয়নের ৯ হাজার ১শত ৪২ জন জেলেদের মাঝে মাথা প্রতি মাসে ৪০ কেজি হিসাবে ৩৫দিনে ৪৬ কেজি ৬৬৬ গ্রাম চাউল মোট ৪ হাজার ২৬.৬২১ মেঃ টন খাদ্য শস্যা বিতরণের কার্যক্রম শুরু হচ্ছে ২৫ জুলাই বৃহস্পতিবার থেকে। উপজেলার চালনা পৌরসভায় ২৩১ জন, পানখালী ইউনিয়নে ৭৮৭ জন,দাকোপ ইউনিয়নে ১৪৪ জন, লাউডোব ৪১৫ জন, কৈলাশগঞ্জ ২৮৪ জন,সুতারখালী ৪ হাজার ৬২৯ জন,কামারখোলা ৬৭২ জন, তিলডাঙ্গা ৩৯০, বাজুয়া ৪০১ জন,বানীশান্তা ইউনিয়নে ১১৮৯ জন কার্ডধারী জেলে পরিবারের মঝে এ চাউল বিতরণ করা হবে। এ বিষয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আবদুল কাদের সাথে কথা হলে তিনি জানান জেলেদের এ চাউল বিতরণ কার্যক্রম সহায়তার জন্য ইউপি চেয়ারম্যানের পাশাপাশি ট্যাক কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।
এ বিষয় দাকোপ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়দেব পালের সাথে এ প্রতিবেদকের কথা হলে তিনি বলেন, এ চাউল বিতরণের সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এ লক্ষ্যে পৌরসভা ও ইউনিয়ন ভিত্তিক নিবন্ধি জেলেদের মাঝে চাউল বিতরণ সঠিক ভাবে তদারিক করার জন্য উপজেলা মৎস্য অধিদপ্তরের পক্ষথেকে পৃথক ভাবে ৯টি ইউনিয়ন ও চালনা পৌরসভায় কর্মকর্তা ও কর্মচারী নিযোগ দেওয়া হয়েছে। ভিজিএফ’র খাদ্য শস্যা ২য় কিস্তির (চাউল) এ উপজেলার ৯ হাজার ১শত ৪২ জন জেলে পরিবারের মাঝে ৪ হাজার,২৬.৬২১ মেঃ টন খাদ্য শস্য বিতরণ করা হবে।