আমতলী উপজেলার আমতলী পৌর শহরের মাছ ব্যবসায়ী মোঃ আবদুস ছালাম ফকির মঙ্গলবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে। এ ঘটনার বুধবার আমতলী থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে।
জানাগেছে, আমতলী উপজেলার শারিকখালী গ্রামের আবদুস ছালাম ফকির দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করে আসছে। ব্যবসা সম্প্রসারন ও স্ত্রী হনুফা বেগম ওমান থাকায় ছালাম আমতলী পৌর শহরের পল্লবী আবাসিক এলাকায় সজল বিশ্বাসের ঘর ভাড়া নিয়ে একা বসবাস করছে। গত ১০ মাস ধরে তিনি ওই ঘরে একাই বসবাস করেন। স্ত্রী হনুফা ওমান থেকে স্বামী ছালামকে কোন টাকা দেয় না। এনিয়ে দীর্ঘদিন ধরে স্ত্রীর সাথে মনমালিন্য চলছে। প্রায়ই স্ত্রীর সাথে মোবাইল ফোনে ঝগড়া হয় বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশীরা। স্ত্রীর সাথে অভিমান করে ছালাম মঙ্গলবার রাতে ভাড়াটিয়া ঘরের আড়ার সাথে নিজের গামছা পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার সকালে আমতলী মাছ বাজারে ছালামকে না পেয়ে তার ছোট ভাই শাহজাহান ফকির ওই বাড়ীতে যায়। তার ভাড়াটিয়া বাসায় গিয়ে অনেক ডাকাডাকি করে। কিন্তু দরজা না খোলায় তার সন্দেহ হয়। পরে ঘরের একটি ফাঁক দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশ খবর পেয়ে ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলান্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুুলিশ লাশের ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশী বলেন, গত দের বছর পূর্বে স্ত্রী হনুফা বেগমকে ওমানে পাঠিয়ে দেয়। স্ত্রী ওমান গিয়ে স্বামী ছালামের কাছে কোন টাকা পয়সা পাঠায় না। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই মোবাইলে ঝগড়া-ঝাটি হতো। মঙ্গলবার রাতে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে। তাদের ধারনা স্ত্রীর সাথে অভিমান করেই ছালাম আত্মহত্যা করেছে।
আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।