বৃহস্পতিবার আমতলী উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট গ্রহন সম্পন্ন করার জন্য উপজেলা নির্বাচন অফিস সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। কেন্দ্রে পৌছে দেয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম। নেয়া হয়েছে সাত স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
জানাগেছে, আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ৩’শ ৮৫ জন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র্যাব, বিজিবি, পুলিশ, আনসার, ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান টিম, মোবাইল টিম, স্ট্যাইকিং ফোর্স ও আনসার পুলিশ সমন্বয়ে এপিপিএন টিমসহ সাত স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বুধবার ইউনিয়নের নয়টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌছে দেয়া হয়েছে। এ ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান প্রার্থী, ৪২ জন ইউপি সদস্য প্রার্থী ও ১১ জন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।
আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম বলেন, নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।