পরিকল্পিত ফল চাষ,যোগাবে পুষ্টি স¤œত খাবার এ শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের যৌথ উদ্দ্যোগে ফলদ বৃক্ষ মেলা-২০১৯ উপলক্ষে লৌহজংয়ে নেওয়া হয়েছে নানা কর্মসূচী।আর এ উপলক্ষে বুধবার ২৪ জুলাই বেলা ১২ টায় সরকারী লৌহজং বিশ্ববিদ্যালয় মাঠে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমেলি।এ সময়ে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও র্যালিতে অংশগ্রহণ শেষে আলোচনা সভা ও কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের ফলের চারা বিতরন করেন। লৌহজং উপজেলা নির্বহী কর্মকর্তা মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপত্বিতে উপজেলা কৃষি কর্মকর্তা মো:শরিফুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমেলি,উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার,এ সময়ে অন্যানদের মধ্যে উপস্থিথ ছিলেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার(ভূমি)সৈয়দ মোরাদ আলী,ভাইস-চেয়াম্যান তোফাজ্জল হোসেন তপন,মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম ,সরকারী লৌহজং বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোজ্জামেল হক প্রমুখ।উক্ত অনুষ্ঠান শেষে স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমেলি লৌহজংয়ের কুমারভোগ ইউনিয়নের খরিয়া গ্রামে পদ্মা নদী কতৃক ভাংগনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন ও খোঁজ খবর নেন ,পরে তাদের মাঝে ত্রান বিতরন করেন।