বরিশালের জেলা পরিষদের ৭নং ওর্য়াড বাবুগঞ্জে সদস্য পদে উপনির্বাচন। এ নির্বাচন অবাধ ও সুষ্টভাবে পরিচালনার জন্য সব প্রস্তুতি সস্পন্ন হয়েছে বলে জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা অজিয়র রহমান জানান। এ নির্বাচনে র্যাব ও পুলিশ সদস্যরা নির্বাচনীয় এলাকায় পৌছছেন। নির্বাচনে মোট চার প্রার্থী প্রতিদ্বন্ধিতায় রয়েছেন। তারা হচ্ছেন আওয়ামী লীগের সমর্থিত ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী(ঘুড়ি) যুবলীগ নেতা মাইনুল হোসেন পারভেজ মৃধা(তালা) জাতীয়পার্টির সমর্থিত শফিউল আযম শফিক(টিউবওয়েল) আজিজুল হক বাবুল(অটোরিক্সা) প্রতিকে প্রতিদ্বন্ধিতা করছেন। ৮০টি ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন। যারা জেলা পরিষদ সদস্য প্রার্থীকে ভোট প্রয়োগ করবেন তারা হলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যানদ্বয় ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মেন্বরগন। এবারের বাবুগঞ্জ ৭নং ওয়ার্ডে সদস্য পদে উপনির্বাচনে ভোটাররা তাদের মনোনিত প্রার্থীকে ভোট প্রয়োগ করে কোন প্রার্থীর মুখে হাঁসি ফুটাবেন এ অপেক্ষায় আছে বাবুগঞ্জবাসী।