কৃষিই সমৃদ্ধি “ পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টিসম্মত খাবার” শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার সকালে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে ফলদ বৃক্ষ মেলার আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা দোলন চন্দ্র রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম তালুকদার, উপ সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শুভাষ চন্দ্র মন্ডল, উপ সহকারি কৃষি কর্মকর্তা মনোতোষ সরকার, উপ সহকারি কৃষি কর্মকর্তা অজয় কুমার বিশ্বাস, উপ সহকারি কৃষি কর্মকর্তা গৌরী রাণী সরকার, উপ সহকারি কৃষি কর্মকর্তা তুলি দাস সহ অনেকে।
প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মেলার উদ্বোধন ঘোষনা করেন। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের মাঝে কয়েক হাজার ফলদ বৃক্ষ বিতরন করেন। অতিথিরা পরে মেলার স্টল ঘুরে দেখেন ও বৃক্ষ রোপন করেন।