ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি ওসি) হিসেবে যোগদান করেছেন আনোয়ার হোসেন। ১৯৯১ সালে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০০৫ সালে তিনি প্রথম ওসি হিসেবে রাজবাড়ি জেলার পাংশা থানায় যোগদান করেন। সর্বশেষ তিনি নড়াইল জেলার কালিয়া থানায় কর্মরত ছিলেন। এছাড়াও তিনি ঢাকা মেট্রোপলিটন, কুষ্টিয়া সদর, নড়াইল সদর, মেহেরপুরের গাংনী ও ঝিনাইদহের শৈলকুপা, মহেশপুর এবং কালীগঞ্জ থানায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায়। তিনি ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি হিসেবে যোগদানের পর জেলা পুলিশ সুপার এর নির্দেশনা মোতাবেক জেলায় চলমান মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত রাখাসহ আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বস্তরের মানুষের সহযোগীতা কামনা করেন। গত ২২ জুলাই তিনি ঝিনাইদহে যোগদান করেন।