চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার একটি ইট ভাটার নিকট থেকে আবির হোসেন (১১) নামের এক মাদ্রাসা ছাত্রের মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। সে চুয়াডাঙ্গার কয়রা ডাঙ্গা নূরাণী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজি পড়-য়া ছাত্র ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা দৌলতপুর গ্রামের দুবাই প্রবাসী মোহমদ আলী হোসেনের পুত্র। বুধবার ভোরে এলাকাবাসী মাদ্রাসার পার্শ্ববর্তী আনুমানিক ৩’শ গজ দুরের একটি ইটভাটার পাশের একটি বাগান থেকে তার মস্তকবিহীন লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খরব দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌছে আবিবের লাশ উদ্ধার করে।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা বাবুল হোসেন মোল্ল্যা জানান,আবিরের বাবা মোহম্মদ আলী হোসেনের আগের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে। ১০ বছর আগে সে কালীগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের মৃত নাজেম মন্ডলের মেয়ে গোলাপী খাতুনকে বিয়ে করে এ গ্রামেই সংসার শুরু করে। এরপর থেকে প্রায় ১০ বছর ধরে এ গ্রামটিতেই বসবাস করে আসছে। টানাটানির সংসারে থেকে অনেক কষ্ট করে বছর খানেক আগে সে সংসারের সুদিন ফেরাতে দুবাই পাড়ি দেয়।
ওই গ্রামের বাসিন্দা এমদাদ হোসেন জানান, মা-বাবা সাংসারিক শত অভাবের মধ্যদিয়েও আবিরের বাবা দুবাই গেছে সংসারের স্বচ্ছলতা ফেরাতে। আবিরের ছোট আকিদ নামেরও তাদের আরেকটি ৩ বছরের শিশু সন্তান রয়েছে। সংসারের টানাটানির মধ্যদিয়েও সন্তানদের মানুষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল এ দম্পতি। কিন্তু এরইমধ্যে মা বাবার বুক খালি করে দিল সন্ত্রাসীরা।
উল্লেখ্য, দৌলতপুর গ্রামের তার এক প্রতিবেশীর মাধ্যমে বছর খানেক আগে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের নুরানী হাফেজিয়া এতিমখানায় শিশু আবিরকে ভর্তি করে। এরপর থেকে সে এ প্রতিষ্ঠানটিতে লেখাপড়া করে আসছিল। আবিরের প্রতিবেশি ও তার শিক্ষক তামিম বিন ইউসুফ জানান, আবিরের বাবা প্রবাসে যাওয়ার কিছুদিন আগে আবিরকে চুয়াডাঙ্গর একটি মাদ্রাসায় ভর্তি করে। সেখানে হাফেজী পরছিল। মঙ্গলবার রাতে মাদ্রাসার অন্য শিক্ষার্থীদের সাথে এশার নামাজ পড়তে বের হয়। এরপর রাতে খাবার খাওয়ার সময় আর খুঁজে পাওয়া যায়নি। অনেক রাত পর্যন্তও মাদ্রাসা কর্তৃপক্ষ খোঁজাখুজি করেও তার সন্ধ্যান মেলেনি। পরে ভোরে মাদ্রাসার পার্শ্ববর্তী একটি ইটভাটার নিকটের একটি আমবাগানের নিকটে তার গলাকাটা লাশ পাওয়া যায়।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব হোসেন জানান, হত্যার শিকার হওয়া শিশুটির বাবা মা অত্যন্ত নিরীহ প্রকৃতির মানুষ। এমন ক্ষতি অপুরণীয় ও অকল্পনীয়। মাদ্রাসার মোহতামিম আবু হানিফ জানান, গতকাল মঙ্গলবার রাতে এশার নামাজের পর থেকে আবিরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিষয়টি মাদ্রাসা কমিটি ও পুলিশকে জানানোর পরও খোঁজ মিলছিল না। পরে সকালে মাদ্রাসার পেছনের আমবাগান থেকে আবিরের মাথাবিহীন লাশ পাওয়া যায়।
এদিকে, এ ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়লে মাদ্রাসা ছেড়ে নিজ নিজ বাড়িতে যেতে শুরু করে মাদ্রাসার ছাত্ররা।
এরই মধ্যে চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রমাসন) কানাই লাল সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আবিরের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।