খুলনার পাইকগাছায় এক মাদরাসার ছাত্রকে মারপিট করায় শিক্ষককে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বেত্রাঘাত সহ পা দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রের পিতা থানায় মামলা করলে পুলিশ শিক্ষককে আটক করে জেল হাজতে পাঠায়।
উপজেলার বৃত্তি গোপালপুর গ্রামের ভ্যান চালক আবদুল মান্নান বিশ্বাসের পুত্র মেহেদী হাসান (১২) পুরাইকাটি জামে মসজিদ সংলগ্ন হাফিজিয়া মাদরাসার ছাত্র। সে নিয়মিত পড়াশুনার পাশাপাশি গত রবিবার ভোরে আরবি পড়া না পারায় শিক্ষক শরিফুল ইসলাম কাগজী বেত দিয়ে বুক, পিঠ, পা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। ছাত্র মেহেদী আঘাতে পড়ে গেলে এরপর শিক্ষক শরিফুল পা দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। ছাত্রের বাড়ীর লোকজন ঘটনা জানতে পেরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী সোমবার বিকালে হাসপাতালে মেহেদী হাসানকে দেখতে যান। এ সময় মেহেদী হাসানের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে শিক্ষককে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবী জানান।
আহত মেহেদীর পিতা ভ্যান চালক আবদুল মান্নান জানান, ভ্যান চালিয়ে জীবীকা নির্বাহ করি। ছেলেকে পশুর মতো মারপিট করা হয়েছে। আমি ওই শিক্ষকের বিচার চাই।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, শিক্ষার্থীর পিতা বাদী হয়ে থানায় মামলা করলে ওই শিক্ষককে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।