একটি গাছ কাঁটা একজন মানুষকে হত্যার সামিল, প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগান। গাছ আমাদের অনেককিছু দেয়। অক্সিজেন দেয় যা আমাদেরকে বাঁচিয়ে রাখে। শুধু ফল না, বৃক্ষ মানেই অক্সিজেন। যা মানুষের জীবন বাঁচাই। গাছ অক্সিজেন ছাড়ে এবং কার্বনডাই অক্সাইড গ্রহন করে। তাই বেশী বেশী করে বৃক্ষ রোপন করুন। বুধবার নিয়ামতপুর বহুমুখী মডেল উচ্চবিদ্যালয় মাঠে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন কালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথির বক্তৃতায় উপর্যুক্ত কথাগুলো বলেন।
মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বৃক্ষ মেলার স্থলে ফলদ যোগ করেছেন। কারণ বিদেশ থেকে আমাদের অনেক ফল আমদানি করতে হয়। যাতে আর বিদেশ থেকে আমাদের ফল আমদানি করতে না হয়, যাতে দেশীয় ফল দিয়ে আমাদের চাহিদা পূরণ হয়, পুষ্টির ঘাটতি পূরণ হয় সেজন্য ফলদ বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে।
ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন উপলক্ষে খাদ্যমন্ত্রীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান ফটক থেকে শুরু হয়ে র্যালিটি নিয়ামতপুর বহুমুখী মডেল উচ্চবিদ্যালয় মাঠে এসে শেষ হয়। র্যালি শেষে বিদ্যালয় মাঠের স্থায়ী মঞ্চে আলোচনা সভার আয়োজন করে নিয়ামতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
“ পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার” প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আইয়ুব হোসাইন ও মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম।
উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সফিউল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি শামসুল আলম শাহ, উপজেলা কৃষি কর্মকর্তা আমীর আব্দুল্লাহ মোঃ ওয়াহেদুজ্জামান, নওগাঁ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলূফার ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, হাজিনগর ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক, চন্দননগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, ভাবিচা ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক, শ্রীমন্তপুর ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলু, পাড়ইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, প্রমুখ।
এর পরে খাদ্যমন্ত্রী আইনশৃঙ্খলা সভা, মাসিক সমন্বয় সভা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা, উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, যৌতুক, বাল্য বিবাহ নিরোধ এবং জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সভা, মানব পাচার প্রতিরোধ কমিটির সভা, উপজেলা আইসিটি বিষয়ক সভা, এবং উপজেলা ইনোভেশন কমিটির সভায় অংশ নেন।
সভা শেষে মন্ত্রী সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ছাত্রী-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আইজিএ প্রশিক্ষনার্থীদের (৫ম ব্যাচের) ভাতা ও সনদ বিতরণ করেন।