ঈদুল ফিতরের আগেই নতুন ২৬টি কোচ থেকে ১৬টি কোচের সমন্বয়ে বিরতিহীন রংপুর-ঢাকা রুটে নতুন ট্রেন চালু করবে রেলপথ মন্ত্রণালয়। একান্ত এক স্বাক্ষাকারে বুধবার এসব তথ্য জানান রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সূজন। তিনি বলেন, এরপর লালমনিরহাট থেকে নোনস্টোপ ট্রেন ঢাকা রুটে চালু করা হবে। রেলভবন সূত্র জানা যায়, এডিবির অর্থায়নে ইন্দোনেশিয়া থেকে চলতি মাসেই ২৬টি নতুন কোচ আগামি ৩১ জুলাই অথবা ১ আগস্ট চট্টগ্রাম বন্দরে এসে কোচ পৌঁছাবে। এসব নতুন ২৬ কোচের মধ্যে ১৬ কোচ দিয়ে ঢাকা-রংপুর বিরতীহীন ট্রেন চালু করার কথা বলেন, রেলপথ পথ মন্ত্রী। বাঁকি কোচ দিয়ে ট্রেনের বগি সংকট অনেকটা দূর কথা জানান রেলের মহাপরিচালক মো. শামছুজ্জামান।
রেলওয়ের তথ্যমতে, বাংলাদেশ রেলওয়ের মিটারগেজ ও ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহ প্রকল্পের অধীনে ইন্দোনেশিয়ার সরকারি প্রতিষ্ঠান পিটি ইনকা রেলওয়ে ইন্ডাস্ট্রি থেকে এই মিটারগেজ কোচ আমদানি করা হয়েছে। অর্থায়ন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। রেলওয়ের ক্যারেজ সংগ্রহ প্রকল্প সূত্রে জানা গেছে, লাল-সবুজ পতাকা সংবলিত আমদানি করা কোচে উচ্চগতিসম্পন্ন বগি ও অত্যাধুনিক সব সুবিধা রয়েছে। প্রতিটি কোচ অত্যাধুনিক স্টেইনলেস স্টিলের তৈরি, যা সহজেই মরিচা ধরবে না। আরও জানা গেছে, প্রতিটি কোচ আমদানি করতে রেলকে গুনতে হয়েছে ৩ কোটি ৩ লাখ টাকা। সেই হিসেবে ২৬টি কোচ আমদানি করতে খরচ হয়েছে ৭৮ কোটি ৭৮ লাখ টাকা। রেল সূত্র বলছে, প্রধানমন্ত্রী ঢাকা-রংপুর রুটে রেলের উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দিচ্ছেন। সে অগ্রাধিকার অনুযায়ী ঢাকা-রংপুর রুটে ঈদের আগেই একটি নতুন ট্রেন চালু করা হবে। আমদানি করা নতুন কোচ দিয়েই এ ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলের মহাপরিচালক। ট্রেন চালুর সিদ্ধান্ত হলেও এখনো নামকরণ ও ভাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। তবে এ ব্যাপারে কাজ চলছে বলে জানান রেলমন্ত্রী। তিনি বলেন, রেলপথ মন্ত্রণালয় তিনটি নাম প্রস্তাব করে প্রধানমন্ত্রীর কাছে পাঠাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেকোনো একটি নাম চূড়ান্ত করে দেবেন। শিগগির নামের প্রস্তাব ও ভাড়া নির্ধারণ করা হবে বলে জানান মন্ত্রী। বাংলাদেশ রেলওয়ের ক্যারেজ সংগ্রহ প্রকল্পের পরিচালক প্রকৌশলী হারুন-অর-রশিদ বলেন, আগামি ৩১ জুলাই অথবা ১ আগস্ট এসব কোচ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছার কথা রয়েছে। আমদানি করা নতুন কোচ দিয়েই ঢাকা-রংপুর রুটে নতুন ট্রেন চালু করার কথাও জানান তিনি। এ ছাড়া অবশিষ্ট কোচ রেলের পূর্বাঞ্চলের যেকোনো ট্রেনের পুরনো বগি সরিয়ে নতুন বগি সংযোজন করা হবে বলে জানান মহাপরিচালক মো. শামছুজ্জামান।