সুন্দরবন পশ্চিম বন বিভাগের কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল বাহরামের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে সুন্দরবনের নিষিদ্ধ ভেসাল ও বেন্দী জাল উদ্ধার করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জানা গেছে গতকাল বুধবার দিন ব্যাপী স্টেশনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভেসাল ও বেন্দী জাল উদ্ধার করে। উদ্ধারকৃত এ সকল জালগুলো স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ হাকিম, আংটিহারা নৌ পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ আছাদুজ্জামান সহ সিএমসির সদস্য, জনপ্রতিনিধি ও মৎস্য ব্যাবসায়ীরা। উল্লেখ্য এলাকার সাধারন জনগনের সতস্ফুর্ত সহযোগিতায় এ সকল অবৈধ জালগুলো উদ্ধার কর সম্ভব হয়েছে।