গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আইনশৃঙ্খলা উন্নয়ন কমিটির মাসিক সভা বুধবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন,সন্ত্রাস,জঙ্গিবাদ,বাল্য বিবাহ,যৌতুক,ইভটিজিং,গুজব ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, সহকারী কমিশনার ( ভূমি) ইশতিয়াক আহম্মেদ, কালিয়াকৈর থানা পুলিশের কর্মকর্তা ইনচার্জ মোঃ আলমগীর হোসেন মজুমদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ডাঃ সাহাব উদ্দিন আহসান, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান শরীফ,বীর মুক্তিযোদ্ধা আবদুর রশীদ, মৌচাক ইউপি চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ নাসিম কবীর, ইউপি চেয়ারম্যান হাজী বজলুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল আলীম অভি, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজ, অর্থ-সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন,সমাজ কল্যাণ সম্পাদক এইচ এম সৌরভ প্রমূখ।