“মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ শ্লোগানালোকে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ এর সমাপণী অনুষ্ঠিত হয়েছে। ১৭-২৩ জুলাই সপ্তাহ ব্যাপি প্রতিদিনের নিয়মিত কার্যক্রম শেষে বুধবার দুপুরে পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাঈদ মোমেন মজুমদারের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি কালিপদ বিশ্বাস ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার বিশ্বাসের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বাগেরহাটসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষী ও মৎস্যজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।। অনুষ্ঠানে উপজেলার সফল মৎস্য চাষী কালিপদ বিশ^াস এবং আবদুল হামিদকে পুরস্কার প্রদান করা হয়।