বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর ভাঙনে ক্ষতিগ্রস্থ ৪টি পরিবারের মাঝে টিন, চাল ও টাকা বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বুধবার বেলা ১২টায় ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারের মাঝে ৬ হাজার টাকা,২ বান্ডিল টিন ও ৩০ কেজি করে চাল বিতরণ করেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.নাছির উদ্দিন এ সময় তার সাথে ছিলেন।
প্রসংগত, সোমবার বলইবুনিয়া ইউনিয়নের শ্রেণিখালী এলাকায় আকস্মিক ভাবে ওয়াবদার বেড়িবাধ সহ বাগান বাড়ি নদীতে বিলীন হয়ে যায়।পানিউন্নয়ন বোর্ড ওই দিন থেকেই ভাঙ্গন রোধ সহ বাঁধ নির্মানের কাজ শুরু করেছে।