আসুন দূর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুরে উপজেলার দত্তেরবাজার ইউনিয়ন উচ্চমাধ্যমিকবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গভনিং বডি, সুধীমহলসহ সততা সংঘের সদস্যদের সাথে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গভনিং বডির সভাপতি মোঃ জালাল উদ্দিন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে.এম এহছান, এডভোকেট। বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি নিরুপমা দেবনাথ, সাধারণ সম্পাদক রফিকুল বাসার, সদস্য আজিম উদ্দিন মাষ্টার, সদস্য গোলাম মাহমুদ ফারুকী, দত্তেরবাজার ইউনিয়ন উচ্চমাধ্যমিকবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক ফেরদৌস আহমেদ, নবম শ্রেনীর শিক্ষার্থী মোঃ ইলিয়াছ, দশম শ্রেনীর শিক্ষার্থী জান্নাতুল আয়েশা সিফা ও দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী মিশন আহমেদ প্রমূখ।
সভাশেষে ৭শ’ শিক্ষার্থীসহ উপস্থিত সকলকেই দূর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে এম এহছান, এডভোকেট।