রাজশাহীর বাঘায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার (২৪ জুলাই) সকাল ১০টায় বাঘা মডেল উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা এ খেলার উদ্বোধন করেন।
উদ্ধোধনী খেলায় বালক খানপুর উচ্চবিদ্যালয় ও রুস্তপুর উচ্চ বিদ্যালয়, বালিকা চাদঁপুর বালিকা উচ্চবিদ্যালয় ও খাবড়বাড়ি বালিকা উচ্চবিদ্যালয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা হয়। বালকদের খেলায় রুস্তপুর উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করেন খানপুর উচ্চ বিদ্যালয়।
বালিকাদের খেরায় খাবরবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করেন চাঁদপুর বালিকা উচ্চ বিদ্যালয়। উপজেলার ৭ ইউনিয়ন ও ২টি পৌরসভার মোট ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এ খেলায় অংশগ্রহণ করবে।
উদ্ধোধনী খেলায় বাঘা মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মাদ আলী দেওয়ানের সভাপতিত্বে উদ্বোধন করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। উপস্থিত ছিলেন বাঘা উপজেলা শিক্ষা কর্মকর্তা এবিএম সানোয়ার হোসেন, বাঘা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাঘা মডেল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জাফর ইকবাল প্রমুখ।