আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে শৈলকুপায় বৃদ্ধা ও মুক্তিযোদ্ধা সহ ১০ জন কে কুপিয়ে যখম করেছে প্রতিপক্ষরা। আহতদের মধ্যে গুরুত্বর যখম অবস্থায় ৬জন কে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশংকাজনক অবস্থায় ১জন কে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে শৈলকুপা উপজেলার পাঁচ নং কাঁচেকোল ইউনিয়নের বিত্তিদেবী রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে ৩জন কে আটক করেছে। এ ঘটনায় ১৮জন কে আসামি করে বুধবার শৈলকুপা থানায় একটি মামলা দায়ের হয়েছে।
স্থানীয়রা জানিয়েছে সামাজিক বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে বিত্তিদেবী রাজনগর গ্রামে বেশকিছুদিন ধরে উত্তেজনা চলে আসছিল। এরই জের ধরে বাবলু জোয়ার্দার ও ইউনুস মেম্বর গ্রুপের একদল দুর্বৃত্ত অতর্কিতে ধারালো দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় বিত্তিদেবী রাজনগর গ্রামে। তারা উপর্যুপুরী কুপিয়ে আহত করে মিজান শেখ(৩০), জোছনা খাতুন(৬৫), মজিবর রহমান(৬০), আবু বক্কর(৫৫), আনিছুর রহমান(৪৮) ও বাবুল শেখ(৫০) সহ ১০ ব্যক্তি গুরুত্বর আহত হয়েছে। আহত দের শৈলকুপা উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
আহত মজিবর রহমান জানান, হামলাকারীরা হলো ধর্মপাড়া ও বিত্তিদেবী রাজনগর গ্রামের আলম শেখ, বারিক শেখ, শাহজাহান শেখ, মারুফ হোসেন, উজ্জ্বল শেখ, কলিম উদ্দিন তাদের বাহীনি নিয়ে এলাকায় সন্ত্রাস ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ উঠেছে। তাদের কে স্থানীয় কিছু রাজনৈতিক নেতা মদদ দিয়ে আসছে। ফলে তারা বে-পরোয়া হয়ে উঠেছে। এসব দুর্বৃত্তদের কারণে কয়েকটি গ্রামের মানুষ ভীত-সন্ত্রস্ত থাকে বলেও অভিযোগ উঠেছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বজলুর রহমান জানিয়েছেন, ঘটনার পর সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ঘটনার পর মামলা দায়ের হয়েছে, হামলাকারীদের ধরতে পুলিশি অভিযান চলছে।