ছেলেধরা কিংবা কল্লাকাটা এগুলো ¯্রফে গুজব। আর এ গুজবে কান দিয়ে গণপিটুনি দেওয়া ফৌজদারি অপরাধ। আইন কারও হাতে তুলে নেওয়া যাবেনা। সন্দেহ হলে তাৎক্ষণিক পুলিশকে জানাতে হবে। যারা এ ধরনের গুজব বা গণপিটুনিতে উস্কানি দেবে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানার ওসিদের নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার বেলা ১১টায় বরিশাল নগরীর পুলিশ লাইন্সের ইন সার্ভিস সেন্টারের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সস্মেলনে এ কথা বলেছেন, জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম। এ সময় তিনি গুজব ও গণপিটুনি রোধে গণমাধ্যম কর্মীসহ সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহবান করেছেন। পুলিশ সুপার আরও বলেন, দেশের বিভিন্নস্থানে ছেলেধরা অভিযোগে গণপিটুনি দিয়ে মানুষ মারা হচ্ছে। যা কোনোভাবে কাম্য নয়। যেকোনো মূল্যে ছেলেধরা গুজব এবং গণপিটুনিরোধে পুলিশের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। তার আলোকে জেলার প্রতিটি থানা এলাকায় মাইকিং করা হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভা অব্যাহত রেখেছে জেলা পুলিশ।
অপরদিকে বুধবার সকালে ক্লাস শুরুর আগে জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা করেছেন আগৈলঝাড়া থানার ওসি মোঃ আফজাল হোসেন। একইদিন সকালে সরকারী গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে একই বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন। তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি (ইউএনও) যেকোন গুজবে কান না দেয়ার জন্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।