কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র পানি কমতে শুরু করতে না করতেই আবারও পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার্ত মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। গত ২৪ঘন্টায় চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্র নদে ১৪ সেঃমিঃ পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ২৫ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা দীর্ঘমেয়াদি হওয়ায় মানুষের দূর্ভোগ চরমে উঠেছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা বিভিন্ন পানি বাহিত রোগে আক্রান্ত হচ্ছে। রাজারভিটা ফাযিল ডিগ্রী মাদ্রাসা, চর বৈলমনদিয়ারখাতা সঃ প্রাঃ বিঃ, বজরাতবকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, চিলমারী প্রতিবন্ধী বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাউবো বাঁধে, আশ্রিত বন্যার্তরা দীর্ঘদিন থেকে আশ্রায় নিয়া থাকার ফলে তাদের মাঝে বিশুদ্ধ পানি, খাদ্য, স্যানিটেশন, গো-খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। ফলে তাদের মাঝে বিভিন্ন পানি বাহিত রোগ দেখা দিয়েছে। অনেকেই ডায়রিয়া, আমাশয়, জন্ডিস ও সর্দিজ¦রে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছে। গত ১০ দিনে সিফাদ (১৪), ওমর আলী (৯০), আবদুল বারী (৬২) আবদুল মালেক (৫০) আইয়ুব আলী(৫৫)সহ ২৬জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছে। ডায়রিয়া রোগীর সংখ্যা বেশি হওয়ায় অন্যান্য রোগীদের সামাল দিতে ডাক্তারদের হিমসিম খেতে হচ্ছে। অপর দিকে রাজারভিটা এলাকা সহ বিভিন্ন এলাকায় ১০দিন যাবৎ বিদ্যুৎ সরবরাহ না থাকায় বানভাসি মানুষের অবস্থা আরও চরমে উঠেছে।