মুলাদীতে চরপদ্মা আফসারিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পকেট ম্যানেজিং কমিটি গঠনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থানীয় একটি মহলের যোগসাজসে নিজেদের পছন্দের ব্যক্তিদের দিয়ে ম্যানেজিং কমিটি গঠনের পায়তারা করছেন। বিদ্যালয়ের পকেট কমিটি গঠনের জন্য অভিভাবক সদস্য পদে ফরম কিনতে বাধা, ফরম জমা দিতে বাধাসহ নানান পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের অভিভাবকরা। জানাগেছে উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা আফসারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম গত ১১ জুলাই তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ জুলাই ফরম ক্রয় ও জমা দেওয়ার শেষ দিন ধার্য ছিলো। ফরম জমা দেওয়ার শেষ দিনে অনেক অভিভাবকরা ফরম সংগ্রহ করতে এসে ব্যর্থ হয়েছেন। আবার ফরম কিনে জমা দিতেও ব্যর্থ হয়েছেন কয়েকজন। অভিভাবক সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী মোঃ রুহুল আমিন ওরফে ফারুক জানান তিনি টাকা দিয়ে বিদ্যালয় থেকে ফরম সংগ্রহ করেছেন। কিন্তু ২৩ জুলাই বিকালে তিনি ফরম জমা দিতে আসলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার ফরম গ্রহণ না করে ফিরিয়ে দেন। এভাবে অনেক অভিভাবককে ফরম জমা দিতে দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন। গতকাল মনোনয়নপত্র বাছাইয়ের দিনে অভিভাবক সদস্য পদে ৬টি, মহিলা সদস্য পদে ১টি, শিক্ষক প্রতিনিধি পদে ২টি, মহিলা শিক্ষক প্রতিনিধি পদে ১টি করে মনোনয়নপত্র পাওয়া গেছে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। ফলে একমাত্র অভিভাবক সদস্যপদ ছাড়া বাকী পদে সমসংখ্যক প্রার্থী রয়েছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে রাব্বী জানান কোনো অভিভাবক টাকা দিয়ে ফরম সংগ্রহ করে তা জমা না দিয়ে থাকলে বিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষের কিছুই করার নেই। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুস সালাম জানান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নির্বাচনে কোনো অনিয়মের লিখিত অভিযোগ পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।