বরিশালের উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আজ ২৫ জুলাই। নির্বাচনে ২ জান প্রার্থী প্রতিদ্বীন্দ্বতা করছেন। তারা হলেন টিউবওয়েল প্রতীকে জোৎ¯œা বেগম ও মোরগ প্রতীকে ইয়াছিন রাড়ী।
২৫ জুলাই বৃহষ্পতিবার উপ-নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে ভোটাররা সন্দেহ প্রকাশ করেছে। প্রার্থী ইয়াছিন রাড়ী ও ভোটাররা সুষ্ঠু নির্বাচনের দাবী জানিয়ে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসারের সু-দৃষ্টি কামনা করেন।
উপজেলা রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তা মোঃ আলিমদ্দিন জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তবে নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে।