ইয়াবাসহ গ্রেফতার হয়ে কারাগারে থাকা জেলার উজিরপুর উপজেলার জেড.এ খান মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির সাথে সাক্ষাত করতে নির্ধারিত সময়ের তিন ঘন্টা আগে স্কুল ছুটি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষকের এমন কর্মকা-ে শিক্ষার্থী, অভিভাবকসহ সচেতন এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বুধবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল হক অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি আমরা শুনেছি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই রাতে ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন হাওলাদারকে (৪৫) ইয়াবাসহ গ্রেফতার করে থানা পুলিশ। জাহাঙ্গীর গুঠিয়া ইউনিয়নের রৈভদ্রাদী গ্রামের মৃত মুনসুর হাওলাদারের পুত্র। এ ঘটনায় গ্রেফতারকৃত জাহাঙ্গীরের বিরুদ্ধে থানা পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে ২০ জুলাই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন।
সূত্রে আরও জানা গেছে, গত ২১ জুলাই বিদ্যালয়ের ক্লাস চলাকালীন দুপুর সাড়ে বারোটার দিকে ভারপ্রাপ্ত প্রধানশিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা বিদ্যালয়ে ক্লাস হবে না জানিয়ে স্কুল ছুটি ঘোষণা করেন। পরবর্তীতে ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক আবদুল আউয়ালের নেতৃত্বে নয়জন শিক্ষক বরিশাল কারাগারে থাকা সভাপতি জাহাঙ্গীরকে দেখতে যায়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে জেড.এ খান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক মোঃ আবদুল আউয়াল জেল গেটে সভাপতি জাহাঙ্গীর হোসেনকে দেখতে যাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ওইভাবে স্কুল বন্ধ ঘোষণা করিনি। সকল শিক্ষকরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে জেলখানায় থাকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির সাথে দেখা করেছি। তবে বিষয়টি আমাদের ঠিক হয়নি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার বলেন, এ ধরনের ঘটনায় কোনোভাবেই নির্ধারিত সময়ের আগে শিক্ষকরা বিদ্যালয় ছুটি দিতে পারেন না। বিষয়টির তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।