ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকায় বন্যাকবলিত মানুষের মাঝে গতকাল বুধবার সকালে পৌরসভা উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।
সকাল সাড়ে দশটায় পৌরসভা চত্বরে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণের সময় উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবদুল আলিম, পৌরসভায় প্যানেল মেয়র মোঃ শাহজাহান সাজু, পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক তাজমুন আহমেদসহ পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
এ সময় ৫শ’ বন্যাদূর্গত পরিবারকে ২০ কেজি করে ১০ মেট্রিক টন চাউল বিতরণ করা হয়।