জামাতা রিফাত শরীফকে হত্যা করা হয়েছে দু’টি কারণে বলে প্রথমবারের মত সংবাদ সম্মেলনে দাবী করেছেন রিফাতের স্ত্রী মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর। নিজের স্ত্রী ছোট কন্যা ও পূত্রকে নিয়ে বরগুনা প্রেসক্লাবে উপস্থিত হয়ে লিখিত বক্তব্যে তিনি দাবী করেন, গত ৫ মে,২০১৯ বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যানের বাসার গেটের পাশে থাকা মাটিয়াল ক্যাফে রেষ্টুরেন্টে নিহত রিফাত ও তার স্ত্রী মিন্নি নাস্তা করতে গেলে রিফাত শরীফ তার মটরসাইকেল চেয়ারম্যানের বাসার গেটের সামনে রাখলে চেয়ারম্যানের স্ত্রী তাতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে রিফাত তাকে গালাগাল দেয় একপর্যায়ে চেয়ারম্যানের স্ত্রী তাকে দেখিয়ে দেয়ার হুমকি দেয়। চেয়ারম্যানের স্ত্রীর বোনের ছেলে রিয়াত এবং রিশানের কাছে এ বিষয়ে নালিশ করলে রিফাত হত্যার পরিকল্পনা ও অগ্রভাগে তাদের দেখা যায়।
এ ছাড়াও এ ঘটনাকে কেন্দ্র করে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতার মধ্যে বাস করছি। আমার সন্তানদের পড়ালেখা বন্ধ তারা স্কুলে যাওয়া আসা করতে পারছে না। বিভিন্ন মহলের হুমকির কারণে প্রতি মুহুর্তে নিরাপত্তাহীনতায় মধ্যে আমাকে চলতে হয়। তবে এ বিষয়ে পুলিশের কাছে নিরাপত্তা চাননি বলে জানান তিনি।
এ বিষয়ে গতকাল জেলা পরিষদ চেয়ারম্যানের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে এতে জেলা পরিষদ চেয়ারম্যান উল্লেখ করেন, সম্প্রতি কিছু গনমাধ্যম হত্যাকান্ডে রিফাত ফরাজী ও রিসান ফরাজির সক্রিয় ভূমিকার পিছনে আমার বাস ভবনের সামনে নিহত রিফাত শরীফের সাথে আমার স্ত্রী সামসুন্নাহার খুকির বাক বিতন্ডার একটি বিষয় চলে আসছে। বাস্তবে এ ধরনের কোন ঘটনা ঘটেনি।
সংবাদ সম্মেলনে মিন্নির বাবা দাবী করেন, পুলিশ শুরু থেকে একটি প্রভাবশালী মহলকে বাঁচাতে আমার মেয়েকে ফাসাচ্ছে। আমি পুলিশের উপর আস্থা রাখতে পারছি না।
প্রভাবশালী কারা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন রিফাত হত্যার ২য় কারণ মাদক ব্যবসা বরগুনার এমপির পূত্র সুনাম দেবনাথ শুরু থেকেই মিন্নিকে ফাসাতে চেষ্টা করছে মিন্নির ফাসির দাবীতে সুনাম মানববন্ধন করেছে।
তবে এ বিষয়ে সুনাম দেবনাথ নিহত রিফাত শরীফকে নিজের ঘনিষ্ট ছোট ভাই ও কর্মী হিসেবে দাবী করেছেন এবং সুষ্ঠু বিচার দাবী করেন।
চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় বুধবার দুপুরে রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকার জামিন ও স্বীকারোক্তিমুলক জবানবন্ধী বাতিলের দুটি আবেদন না মঞ্জুর করেন বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোঃ সিরাজুল ইসলাম গাজী। সোমবার দীঘ্য শুনানী শেষে বিচারক এই আদেশ প্রদান করেন। বিকেলে মামলার ৩নং আসামি রিশান ফরাজীকে আদালতে হাজির করা হলে স্বীকারোক্তি মুলক জবানবন্ধী শেষে জেল হাজতে প্রেরন করা হয়।
এদিকে মিন্নির পক্ষে মামলা পরিচারনার জন্য ঝালকাঠি বরিশাল এবং ঢাকা থেকে আইনজীবীগন এসে বরগুনায় অবস্থান নিয়েছেন। এছাড়াও বরগুনা জেলা বারের পক্ষ থেকেও আইনজীবীগন শুনানীতে অংশ নিচ্ছেন।
আদালত সূত্রে জানা যায়, ২৬ জুন সংগঠিত রিফাত শরীফ হত্যা মামলায় গত বুধবার মামলার প্রধান সাক্ষী রিফতের স্ত্রী মিন্নিকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় কথিত বন্দুকযুদ্ধে নিহত খুনি নয়ন বন্ড সহ খুনিদের সাথে যোগাযোগের কল লিষ্ট ও বার্তা আদান প্রদানের প্রমানসহ পুলিশের ক্যামেরায় ধারনকৃত ঘটনার দিনের ভিডিও ফুটেজ সহ সকল তথ্য আদালতে জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক হুমায়ূন কবির। এ সময় পুলিশের পক্ষ থেকে মিন্নিকে তার স্বামী হত্যার সাথে জড়িত থাকার প্রমান পাওয়া গেছে বলে আদালতকে অবহিত করে তদন্তের স্বার্থে ৭ দিনের রিম্যান্ড আবেদন করা হয়। আদালতে মিন্নির পক্ষে কোন আইনজীবী শুনানিতে অংশ না নেয়ায় বিচারক মিন্নিকে কয়েকটি প্রশ্নের পরে ৫ দিনের রিশ্যান্ড মঞ্জুর করে আদালত। রিম্যান্ড চলাকালীন ২য় দিন মিন্নি আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্ধী প্রদান করেন। মিন্নির পক্ষে ওই দিন বরগুনার কোন আইনজীবী বক্তব্য প্রদান না করায় বিষয়টি দেশব্যাপী সমালোচিত হয় এবং বিভিণœ জেলার আইনজীবীগত আইন ও শালিস কেন্দ্র সহ কয়েকটি নারীদের সংগঠন তার পক্ষে মামলা পরিচালনা উদ্যোগ নেয়। প্রসঙ্গত মৃত রিফাতের বাবা দুলাল শরীফ কয়েকদিন পূর্বে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এবং মানববন্ধনের মাধ্যমে খুনের সাথে তার পূত্র রিফাত হত্যা মামলার প্রধান সাক্ষী ও তার পূত্রবধু মিন্নির সম্পৃক্ততা রয়েছে বলে তাকে আটকের দাবী জানান। এ ছাড়াও তিনি সুনিদৃষ্ট ১০ টি অভিযোগ করেন যার মধ্যে রয়েছে নয়ন বন্ডের সাথে বিবাহ বলবৎ থাকা অবস্থায় মিন্নি ও তার পরিবার কৌশলে সেটা গোপন করে তার পূত্র রিফাতের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয় যা বৈধ হয়নি। এছাড়াও মৃত নয়ন বন্ডের মা মিন্নির সাথে তার ছেলের বিয়ে এবং নয়নকে ছেড়ে রিফাতকে বিয়ের পরেও নিয়মিত নয়নের বাসায় যাতায়াত সহ খুনের পূর্বের দিনেও নয়নের বাসায় ২ বার আসার কথা উল্লেখ করেন।