কুড়িগ্রামের রাজিবপুরে বন্যা দূর্গত ৩ হাজার পরিবারের মাঝে উপজেলা আওয়ামী লীগের ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিউল আলম ও আওয়ামী লীগ নেতা মশিউর রহমান রতনের যৌথ অর্থায়নে আওয়ামী লীগের সকল সংগঠনের তৃর্নমূল নেতাদের সাথে নিয়ে এ ত্রাণ বিতরণ করা হয়। গত ৩ দিনে উপজেলার ৩ ইউনিয়নের ৩ হাজার বানভাসি পরিবারকে ৫ কেজি চাল,২কেজি চিড়া ও আধা কেজি চিনিসহ শুকনা খাবারের প্যাকেট বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন জননেতা শফিউল আলম,আওয়ামীলীগ নেতা মশিউর রহমান রতন,কোদালকাটি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর ছক্কু,রাজিবপুর ইউপি আওয়ামী লীগ সভাপতি শাহ মো; আরিফুজ্জামান বাবু ,মোহনগঞ্জ ইউনিয়ন আ.লীগ সভাপতি আবদুস সালাম তালুকদার,সাধারন সম্পাদক আজিজল হক বিডিআর,উপজেলা যুবলীগ সভাপতি মাষ্টার আজিবর রহমান,সাধারন সম্পাদক আতিয়ার রহমান সোহাগ,উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান সাইদ সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ। ত্রাণ বিতরন কালে শফিউল আলম বলেন আমার প্রাণ প্রিয় মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন,আমার দলীয় নেতা-কর্মীরা তোমরা বন্যার্তদের মাঝে এগিয়ে যাও। তাদের মাঝে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেও। আমি রাজিবপুরের নেত্রীবৃন্দকে সাথে নিয়ে আমার সাধ্যমত কিছু সহযোগিতা করলাম মাত্র।