রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা রেনু নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় অন্যতম হোতা হৃদয়কে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ভুলতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় এদিন রাতেই বাড্ডা থানায় অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন নিহতের ভাগিনা নাসির উদ্দিন।