ফুলবাড়ীয়ায় ৪ বছর বয়সী প্রতিবন্ধি শিশুকে গলাটিপে হত্যার অভিযোগে সৎ বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া কচুুয়ার পাড় মঙ্গবার বিকালে স্বাধীন নামের শিশুকে হত্যা করা হয়। পুলিশ সূত্রে যানা যায়, পারিবারিক কলহের জেরে ছেলেকে হত্যা করেছে সৎ বাবা কামাল উদ্দিন। মৃতদেহ উদ্ধার করে রাতে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় স্থানীয়রা শিশুটির সৎ বাবা কামাল উদ্দিনকে আটক করে থানা পুলিশে খবর দেন। পুলিশ কামাল উদ্দিনকে গ্রেফতার করে থানা নিয়ে আসে।
ফুলবাড়ীয়া থানা কর্মকর্তা ইনচার্জ ফিরোজ তালুকদার বলেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকা-ের ঘটনা ঘটতে পারে। ময়না তদন্তের রিপোর্টে এরপর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।