ভাতা বাড়ানো, শ্রমিক নির্যাতন ও চাঁদাবাজি বন্ধসহ ১১ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে নৌযান শ্রমিক ফেডারেশন। এতে বন্ধ রয়েছে ঢাকা-বরিশাল ও ঢাকা-চাঁদপুর রুটের লঞ্চ চলাচল। বুধবার (২৪ জুলাই) ভোর থেকে চাঁদপুর-ঢাকা ও চাঁদপুর-নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন নৌরুটের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। যাত্রীরা টার্মিনালে লঞ্চ না পেয়ে দুর্ভোগে পড়েন। লঞ্চ শ্রমিকরা জানান, ২০১৫ সালে শ্রমিকদের ১৫ দফা দাবি অমীমাংসিত থাকায় এবং ভাতা বাড়ানো, নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতন বন্ধ না হওয়ায় গতরাত থেকে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে এ ধর্মঘট পালন করা হচ্ছে।