রঘুনাথপুর সীমান্তে এক বাংলাদেশীকে গুলি করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। গুলিবিদ্ধ সাইদুল ইসলামকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি শার্শা উপজেলার রঘুনাথপুর গ্রামে।
আহত সাইদুরের মা মমতা বেগম সাংবাদিকদের জানান, সাইদুর ভোরে ভারতের বেলগাঁও থেকে গরু নিয়ে ফেরার সময় পদ্মার মাঠে পৌছালে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তার পিঠে বিদ্ধ হয়।
তবে স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোরে সাইদুর রহমান একদল নারী-পুরুষ নিয়ে রঘুনাথপুর সীমান্তের মাঠ দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের সুটিয়া ক্যাম্পের বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি করে। গুলি তার হাতে ও পিঠে লেগেছে। এতে সে গুরুতর আহত হয়। পরে তার সঙ্গীরা তাকে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসে।
বিজিবি রঘুনাথপুর ক্যাম্পের হাবিলদার দেলোয়ার হোসেন জানান, এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি সাইদুল ইসলাম রহমান নামে একজন বিএসএফের গুলি করেছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার কাজল কান্তি মল্লিক জানান, সাইদুর রহমান গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে।