জামালপুরের সরিষাবাড়ীতে মাননীয় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ¦ ডাঃ মোঃ মুরাদ হাসান বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার ৩টি ইউনিয়নের বন্যা দূর্গত ৫০০ পরিবারের মাঝে প্রত্যেককে এক প্যাকেট শুকনা খাবার ও ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এ সময় তিনি বন্যার ফলে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এবং পানি সম্পদ সচিব ও ত্রান মন্ত্রনালয়ের যুগ্ম সচিবকে ভাঙ্গন প্রতিরোধে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা উপস্থাপন করেন। পরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যা কবলিত এলাকার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন জামালপুর ৪ আসনের মাননীয় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ¦ ডাঃ মোঃ মুরাদ হাসান এম, পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব কবীর বিন আনোয়ার, ত্রান মন্ত্রনালয়ের যুগ্ম সচিব কামরুল ইসলাম, জেলা প্রশাসক আহমদ কবীর প্রমূখ। এ সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ, পৌর মেয়র মোঃ রুকনুজ্জামান রুকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা মোঃ হুমায়ূন কবীর, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান, যুবলীগ সভাপতি আশরাফুল ইসলাম, যুবলীগ নেতা সাখাওয়াত আলম মুকুল প্রমুখসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।