শেরপুরের ঝিনাইগাতী উপজেলা যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলন মঙ্গলবার (২৩ জুলাই) সদর ইউনিয়নের আহমদ নগর উচ্চবিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় সঙ্গীত ও শান্তির প্রতিক কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন শেরপুর- ৩ আসনের এমপি প্রকৌশলী ফজলুল হক চাঁন ও কেন্দ্রিয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. বদিউল আলম। সম্মেলনের শুরুতে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে শহীদ ৩০ লাখ মানুষ, গণতান্ত্রিক আন্দোলনে নিহত ও প্রয়াত দলীয় নেতা-কর্মীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব। প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী ফজলুল হক চাঁন বলেন, ভেদাভেদ ভুলে দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে। আমরা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী।
সম্মেলনের প্রধান বক্তা কেন্দ্রিয় যুবলীগ নেতা মো. বদিউল আলম বলেন, যুবলীগের দায়িত্ব হচ্ছে আওয়ামী লীগকে সাহায্য করা।পাশাপাশি দেশের অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচি জনগনের সামনে তুলে ধরা।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রকাশ্যে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে ফজিলা খাতুন শারমীনকে সভাপতি ও মো. শাহে আলমকে সাধারন সম্পাদক ঘোষণা করা হয়।