নদীর চরে জাল টেনে মাছ শিকারের সময় ফারুক মোড়ল (৩২) নামের নিখোঁজ জেলের সন্ধান মিলেছে। নিখোঁজের প্রায় ২৪ ঘন্টা পর মঙ্গলবার বেলা নয়টার দিকে নীলডুমুর খেয়াঘাট সংলগ্ন খোলপেটুয়া নদী থেকে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঐ মৃতদেহ উদ্ধার করে।
এর আগে গত সোমবার বেলা এগারটার দিকে সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া নদীর পোড়াকাটলা অংশে সহযোগী দুই জেলের সাথে চরে জাল টানার সময়ে সে পানিতে তলিয়ে যেয়ে নিখোঁজ হয়।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস সদস্যদের পাশাপাশি স্থানীয়রা ব্যাপক খোঁজাখুজি করেও গভীর রাত পর্যন্ত ঐ জেলেকে উদ্ধার করতে পারেনি। নিহত জেলে কালিগঞ্জ উপজেলার বন্দকাটি গ্রামের জিয়াদ মোড়লের ছেলে।
মুঞ্জিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ি এবং স্থানীয় সুত্র জানায় সোমবার সকাল থেকে ফারুকসহ তার ভাই মনির এবং সহকর্মী মোজাফ্ফর প্রতিদিনের ন্যায় খোলপেটুয়া নদীতে কাটি জাল দিয়ে মাছ শিকার করছিল।
এক পর্যায়ে বেলা এগারটার দিকে পোড়াকাটলা অংশের ভাঙন কবলিত স্থানে পৌছলে আকস্মিকভাবে ফারুক পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় দুই সহযোগীর উদ্দেশ্যে বাঁচানোর আকৃতি জানিয়ে ফারুকের পা নৌকার গ্রাফিতে জড়িয়ে গেছে বলে সে জানাতে থাকে। তাৎক্ষনিকভাবে মোজাফ্ফর তার পাশে যেয়ে হাত ধরার চেষ্টা করলেও মুহুর্তের মধ্যে ফারুক পানির নিচে তলিয়ে যায়।
মনির ও মোজাফ্ফর জানায় ঘটনার সময় দিনের প্রথম জোয়ার চলছিল। এ সময় পোড়াকাটলার ভাঙন কবলিত ঐ অংশে তীব্র ঘোল দেখা দেয়। জোয়ার ওঠার কারণে ক্রমেই ভাঙন কবলিত ঐ অংশের ঘোল তীব্র হওয়ার কারণে ঘোলের কারণে তাদের সহযোগী জেলে পানিতে তলিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যসহ মুন্সিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ি এবং শ্যামনগর থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌছে ব্যাপক অনুসন্ধান চালায়।