জাতীয় পার্টির সদ্য প্রয়াত চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের কবর জিয়ারত করেছেন দলের ঢাকা মহানগর উত্তরের জাতীয় পার্টির নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার বিকেলে রংপুরের পল্লী নিবাসে কবরের পাশে দাঁড়িয়ে তার মাগফিরাত কামনা করে জিয়ারত করা হয়। এর আগে ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতির নেতৃত্বে এরশাদের কবরে পুষ্পমাল্য অর্পণ করে এক মিনিট নীরবতা পালন করেন নেতাকর্মীরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, পার্টির প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, সুনীল শুভরায়, সাংগঠনিক সম্পাদক হাজী আবদুর রাজ্জাক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুন্সি আবদুল বারী, কার্য্যনির্বাহি সদস্য শাফিউল ইসলাম শাফিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।
রংপুরের মানুষের ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সভাপতি ফয়সাল চিশতি বলেন, ‘বিশ্ববাসী দেখেছে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতিকে সাধারণ জনগণ কত ভালোবাসে। রংপুরবাসী স্যারের (এরশাদের) জন্য যা করেছে, তা ভোলার জন্য। ভালোবাসার জয় হয়েছে।'