বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম জন্মদিন পালন উপলক্ষ্যে সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিকাল ৫টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাটকেলঘাটা পাঁচরাস্তামোড় হতে র্যালিটি পাটকেলঘাটা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পাটকেলঘাটা শহীদ আলাউদ্দীন চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,তালা উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এড. শেখ আবদুস সামাদ,তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রধান শিক্ষক শেখ আবদুল হাই জেলা কৃষকলীগের সহ সভাপতি স.ম আতিয়ার রহমান,শেখ আনছার আলী,তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,মুরশিদা পারভীন পাপড়ী,সেচ্ছা সেবকলীগ নেতা আনোয়ার হোসেন,ছাত্রীলীগের ইকরামুল হোসেন প্রমুখ।