“কৃষিই সমৃদ্ধি, পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টিসম্মত খাবার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আমতলী উপজেলা কৃষি অফিসের আয়োজনে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা ও ফল গাছের চারা বিতরন অনুষ্ঠান মঙ্গলবার শুরু হয়েছে। এ বৃক্ষ মেলার উদ্বোধন করেছেন প্রধান অতিথি সাংসদ অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভূ।
সকাল ১০ টায় বনাঢ্য র্যালির মধ্য দিয়ে ফলদ বৃক্ষ মেলার কার্যক্রম শুরু হয়। র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু করে আমতলী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনাতনের সামনে শেষ হয়। পরে ইউএনও মোঃ মনিরা পারভীনের সভাপতিত্বে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ গোলাম সরোয়ার ফোরকান, আমতলী থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ আবুল বাশার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, বরগুনা জেলা আওয়ামী লীগ ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ আলতাফ হোসাইন। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এসএম বদরুল আলম, আমতলী সরকারী কলেজের প্রভাষক মোঃ নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড.নুরুল ইসলাম ও মোঃ আখতারুজ্জামান বাদল খাঁন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তিন শতাধিক কৃষকের মাঝে বিভিন্ন জাতের ফল গাছের চারা বিতরন করেছেন।