স্থানীয় ১৫৪ জন শ্রমিকের নিয়োগসহ ২দফা দাবীতে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিকরা।
গতকাল মঙ্গলবার দুপুরে দিনাজপুর শহরে শ্রমিকদের নিয়োগ এবং হয়রানীমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এ বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা।
শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি এ্যাড:মেহেরেুল ইনসলাম, সা:সম্পাদক এসএম নুরুজ্জামান এবং বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান, সা:সম্পাদক আবু সাইদ, অমৃত রায় প্রমুখ।
উল্লেখ্য, গত ৭ জুলাই নিয়োগের দাবীতে সড়ক অবরোধ কর্মসূচি মামলার আসামি ৫৬ জন শ্রমিক আদালত থেকে জামিন লাভের পর গতকাল মঙ্গলবার দুপুরে আদালত চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। এখান থেকে ঘোষনা দেয়া হয়- শ্রমিক নিয়োগের দাবীতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।