ঢাকা-কিশোরগঞ্জ সড়কের শ্রীপুরের ভূঁতের বাজার ভিটিপাড়া নামক স্থানে ২৩ জুলাই মঙ্গলবার দুপুরে স্থানীয় ভাওয়াল পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে দুইজন নিহত ও অন্তত পক্ষে ১৫ জন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা দেয়া হয়েছে।
বাস দুর্ঘটনায় আহত যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, ভাওয়াল পরিবহণের (ঢাকা মেট্রো ব- ১১-৯৪৬৮) যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে কাপাসিয়া আসছিল। এতে আনুমানিক ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিল। বাসটি কাপাসিয়া বাসস্ট্যান্ড থেকে প্রায় ৫ কি.মি দূরে ভিটিপাড়া নামক স্থানে এলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় পথচারি ও আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জোবাইদা ফারহানা দু’জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলো- দূর্ঘটনা কবলিত বাসের হেলপার কাপাসিয়া গ্রামের শাজাহানের পুত্র মানিক (৩৫), ওমেরা গ্যাস কোম্পানির গাজীপুরের মার্কেটিং কর্মকর্তা চট্রগ্রাম জেলার মোঃ সাইফুজ্জামান চৌধুরী (৪২)। আহতরা হলো- রাজেন্দ্রপুরের মনোরঞ্জন সরকারের পুত্র চন্দন সরকার (৩৩), কালিগঞ্জ উপজেলার আলতাফ হোসেনের পুত্র দেলোয়ার হোসেন (৩৮), ময়মনসিংহ জেলার ভবানীপুর গ্রামের ধীরেন্দ্র কর্মকারের ছেলে গোবর্ধন কর্মকার (৪৮), কাপাসিয়ার উত্তর খামের গ্রামের আতাউর রহমানের কন্যা তায়েবা (২১) ও ঘাগটিয়া চালাবাজার এলাকার আবদুস সামাদের পুত্র আতিক (২২)। তাৎক্ষণিক ভাবে অন্যান্য আহতদের নাম পরিচয় জানা যায়নি।