বিরলে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে সমাপনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা কৃষি প্রশিক্ষন হল রুমে মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য সপ্তাহের সমাপনী সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম রওশন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান।
মৎস্য সপ্তাহের সার্বিক দিক তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, বিরল উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবীদ পুরবী রানী রায়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবার রহমান, মৎস্য কর্মকর্তা কৃষিবীদ পুরবী রাণী রায়, প্রাণী সম্পদ কর্মকর্তা, বিরল সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হাসান প্রমুখ। অনুষ্ঠান শেষে মৎস্য সেক্টরে অবদান রাখার কারণে উপজেলা বিভিন্ন মৎস্য জীবিকে পুরস্কৃত করা হয়।