বিরলে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০১৯ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিরল পৌর শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা কৃষি প্রশিক্ষন হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম রওশন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবার রহমান, মৎস্য কর্মকর্তা কৃষিবীদ পুরবী রাণী রায় এবং বিরল সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হাসান।