রংপুরে উদযাপিত হলো ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০১৯’। দিবসটি উপলক্ষে গতকাল রংপুর জেলা প্রসাশনের আয়োজনে সকাল ১০টায় বেলুন উড়িয়ে এর শুভ সূচনা করেন রংপুরের জেলা প্রশাসক জনাব আসিব আহসান। এরপর রংপুর জেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকতা কর্মচারী ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি র্যালি শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে রংপুরের ঐতিহ্যবাহী টাউন হলে গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রংপুরের জেলা প্রশাসক জনাব আসিব আহসান জনসাধরণকে আহ্বান জানিয়ে বলেন, আপনারা আশপাশে যেকোন অনিয়ম, দুর্নীতি অথবা অন্যায় প্রতিরোধে এগিয়ে আসুন এবং সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনিক ব্যক্তিকে জানান। আমরা যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিব। বর্তমান সরকার জনসাধারণের সুবিধার্থে যেকোন অভিযোগ বা সেবার জন্য ৯৯৯ ও ৩৩৩ কল সেবা চালু করেছে। তিনি প্রয়োজনে এইসব নম্বরে কল করে দ্রুত প্রশাসনিক সেবা গ্রহণ করার আহ্বান জানান। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব আবু মারুফ হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব আব্দুল্লাহ আল ফারুক, রংপুরে স্থানীয় সরকারের উপ-পরিচালক জনাব সৈয়দ ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব শরীফ মোঃ ফয়জুল আলম, বরেন্দ্র বগুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক জনাব এ কে এম মশিউর রহমান, বিআরটিএ’র জনাব নূর উস সাফা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব শাহজালাল খন্দকার, পিডব্লিউডি’র নির্বাহী প্রকৌশলী জনাব শফিউল আলম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর সহকারী পরিচালক জনাবা আমেনা পারভীন, রংপুর ট্যাকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ জনাব লুৎফর রহমান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক জনাব এনামুল কবীর।