রংপুরের পীরগঞ্জে লালদিঘী বালুয়া রোডের মকিমপুরে ট্রাক চাপায় যমুনা রাণী নামে মোটরসাইেকল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। তিনি গণপাঠাগারের কর্মী ছিলেন। আজ মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানা পুলিশের ওসি সরেষ চন্দ্র। নিহত যমুনা রানী (৩৮) গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে শিশু শিক্ষা বিষয়ক গণপাঠাগারে চাকরি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লালদিঘী বালুয়া রোডের মকিমপুরে একটি ট্রাক মোটরসাইকেল আরোহী ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হলেও মোটর সাইকলে চালক পলাশবাড়ি উপজেলার ভোলাকাপা গ্রামের আনোয়ারুল ইসলাম ভাগ্যক্রমে বেঁচে যান। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করেছেন।