রংপুর মহানগর যুবলীগের নব নির্বাচিত সভাপতি এ বি এম সিরাজুম মনির বাশার ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেন গতকাল মহানগরেরর ডিসি’র মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি জনাব শাফিউর রহমান শফি সহ সাবেক ও বর্তমান যুবলীগ নেতা-কর্মীগণ।
বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত নেতা-কমীগণকে উদ্দেশ্য করে জনাব শফিউর রহমান শফি বলেন, রংপুর-৩ আসনে আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তাতে কেন্দ্র থেকে যাকেই নমিনেশন দেয়া হউক না কেন আমরা সবাই একসাথে কাজ করব। নব নির্বাচিত সভাপতি এবিএম সিরাজুম মনির বাশার দলীয় নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আহ্বান করে বলেন, যুবলীগের নামে যারা সন্ত্রাস-চাঁদাবাজির সাথে যুক্ত থাকবে তাদের নাম আমাদের কাছে দিন, আমরা প্রশাসনের সহযোগিতায় তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিব, যুবলীগের তথা আওয়ামী লীগের ক্ষতি হতে দিব না। নব্য সাধারণ সম্পাদক মুরাদ হোসেন বলেন, যুবলীগ নেতা-কর্মীদের যেকোন ধরণের সমস্যা সমাধানে আমরা সবসময় কাজ করে যাব। এ সময় সেখানে আরো বক্তব্য রাখেন শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক খায়রুজ্জামান চান, শহর যুবলীগের যগ্ম আহ্বায়ক কামরুজ্জামান সহ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর যুবলীগের ১০ নং ওয়ার্ডের সভাপতি আমির হোসেন আমু। সংক্ষিপ্ত বক্তৃতা শেষে রংপুর মহানগরের ৩৩টি ওয়ার্ডের যুবলীগের নেতা-কর্মীরা একে একে নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছ জানায়।