জিন ছাড়ানোর সময় ঝাড়ফুঁকের নামে একাধিক নারীকে ধর্ষণ ও কিশোর ছাত্রদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদরাসা শিক্ষক ও ইমাম ইদ্রিস আহম্মেদকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত ওই শিক্ষককে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। এদিন দুপুরে তাকে আদালতে হাজির করে পুলিশ। একই সঙ্গে তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য তাকে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। মহানগর হাকিম মাসুদ উর রহমান এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত শনিবার গভীর রাতে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে ওই মাদরাসা শিক্ষক গ্রেপ্তার করে র্যাব ১ এর একটি দল। একজন ধর্ষিতা নারী দক্ষিণখান থানায় মামলা করেন।
গ্রেপ্তারের পর ইদ্রিস আহম্মেদ স্বীকার করেন যে, ২০০৭ সাল থেকে তিনি জিন ছাড়ানোর নামে ঝাড়ফুঁক করে আসছিলেন। ঝাড়ফুকের নামে তিনি অনেক নারীকে ধর্ষণ করেছেন। এমনকি মাদরাসা ছাত্রদেরও তিনি বলাৎকার করেছেন।