ঝালকাঠিতে মুক্তিযোদ্ধার কবর স্থান জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। ঝালকাঠি সদর উপজেলার কল্যাণকাঠী গ্রামের মৃত মুক্তিযোদ্ধার আ. মান্নানের স্ত্রী দোলোয়ারা বেগম (৬৫) ঝালকাঠি সদর থানায় সাধারন ডায়েরী (নং-১১৭৭)। করে এ অভিযোগ করেন। পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার এ ঘটনা ঘটে।
ঝালকাঠি সদর থানার সাধারণ ডায়েরীতে উল্লেখ করেন, সদর উপজেলার কল্যাণকাঠী গ্রামের মৃত- তুজম্বর তালুকদারের ৩ পুত্র মোঃ আবুবক্কর তালুকদার, মোঃ হেমায়েত তালুকদার, মোঃ মোশারফ তালুকদার, আবুবক্কর তালুকদার পুত্র মোঃ এমদাদুল তালুকদারের সাথে আমাদের জমিজমা নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল। এরই জের ধরে তারা আমার ক্ষতি সাধন করার জন্য বিভিন্ন ভাবে সুযোগ খুজিতে থাকে।
আমার স্বামীর পৈত্রিক সম্পত্তি কল্যাণকাঠী মৌজার, ৩৭৩ নং খতিয়ানের ৩৩৭ নং দাগের ভিটা, জে,এল নং ১৭ মোট সম্পত্তি ৫ (পাঁচ) শতাংশ। বিগত ১৬-০৬-২০১৯ ইং তারিখ রবিরার সকাল ৯ টায় আমাদের পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে উল্লিখিত প্রভাবশালী আমাকে মারধর করে ফেলে দেয়। আমার পৈত্রিক সম্পত্তিতে ভোগ দখলীয় জমির কিছু অংশে কবরস্থান না করিতে পারি এ নিয়া বিভিন্ন ভাবে হয়রানীমূলক কর্মকা- সহ এবং বিবাদীদের ঘরের সামনে দিয়া চলাচলের সময় প্রতিনিয়ত অশ্লীল ভাষায় গালিগালাজ, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, ভয়ভীতি সহ এবং পরবর্তীতে একা পাইলে খুন জখম করিবে বলিয়া হুমকি প্রদান করিয়া আসিতেতছে। আমি একজন বীর মুক্তিযোদ্ধার অসহায় বিধবা স্ত্রী। আমি বিভিন্ন জটিল ও কঠিন রোগে আক্রান্ত। আমি আমার বাড়িতে অত্যন্ত মানবতার জীবন যাপন ও আতঙ্কে দিন কাটাচ্ছি।
গত ২০ জুলাই সরেজমিনে গিয়ে দেখা যায় বাদীর উল্লিখিত অংশে একটি পাকা কবর রহিয়াছে। এই কবরের পাশে সীমানা প্রাচীর তৈরি করতে গেলে বিবাদীরা তাকে বাধা প্রদান করে। জানা যায় বাদীর ছেলে জামান তালুকদার মায়ের দাফনের জন্য এই পাকা কবরটি অগ্রিম তৈরি করে রাখেন। এখন নিজেই সম্পত্তির লোভে বিবাধীদের সাথে যুক্ত হয়ে কবর স্থান তৈরি করতে বাধা প্রদান করে আসছে এবং তার মাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য চেষ্টা চালাচ্ছে। নাম প্রকাশনা করার শর্তে বাড়ীর এক লোক জানান, বাদী তার অংশে জমি পাবে কিন্তু তারা তাকে কবর তৈরি করতে বাধা দিয়ে আসছে।কবর স্থান নিয়ে অনেক আগে থেকেই বিরোধ চলে আসছে ,বিবাধীরাই ইতোমধ্যে বাদীকে ও বাদীর লোক জনকে মারধর করছে।কাজ করতে আসা সোবাহান নামে একজন রাজমিস্ত্রীর মাথায় বিবাদী কর্তৃক আঘাত প্রাপ্ত হন।
ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক হরিদাস সরেজমিনে গিয়ে তদন্ত করে জানান, “কবরের জমি জমা নিয়ে বিবাদ আছে। আমি তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাই না।”
এ ব্যপারে হেমায়েত তালুকদার মোবাইল ফোনে জানান, কবর স্থানের জায়গা নির্ধারণ নিয়ে দ্বন্দ্ব আছে। আমরা বলেছি কবরের সীমানা প্রাচীর নির্মাণ করার আগে জমি ভালভাবে মাপ দিয়ে ভাগ বাটোয়ারা করে নিন তারপর সীমানা প্রাচরি নির্মাণ করুন।