নওগাঁর মান্দায় আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মান্দা সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার বিকেলে ফেরিঘাট দলীয় কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
মান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক, উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ব্রহানী সুলতান গামা, শ্রমিকলীগনেতা বুলবুল হোসেন, সাবেক ছাত্রলীগনেতা মমিনুল হক শাওন প্রমুখ।