সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার এক জরুরি সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আসন্ন ঈদুল আজহার এক সপ্তাহ আগে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়কগুলোর চলমান জরুরি মেরামত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন।
তিনি সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের বিষয়টি জানিয়েছেন।
সড়ক পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা বলছেন, চলমান বন্যায় স্থানীয় সরকার বিভাগের আওতায় সড়কগুলোই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক-মহাসড়কগুলোর ক্ষতি হয়েছে কম।