ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়েছে।
গফরগাঁও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে গত রোববার (২১জুলাই) সকালে উপজেলার হাতিখলা উচ্চবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মাছ চাষ বিষয়ক আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।
হাতিখলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুছ সালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গফরগাঁও ইউপি চেয়ারম্যান শামছুল আলম খোকন। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম আকন্দ। শেষে কুইজ প্রতিযোগিতায় ৫ জন বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।