আজ বুধবার বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশসের চেয়ারম্যান অজিদ কুমার দাস মোবারকগঞ্জ চিনি কল ও দর্শনা কেরু এ- কোং চিনি কল পরিদর্শনে আসছেন। সাথে খাকছেন চিনিশিল্প সংস্থার পরিচালক কৃষিবিদ মোশারফ হোসেন। সামনে ইক্ষু রোপন ও মাড়াই মৌসুমকে সামনে রেখে শিল্পটির চেয়ারম্যান ও পরিচালক মহোদয় এই সফরে আসছেন।
মোবারকগঞ্জ চিনি কলের মহাব্যবস্থাপক বুধবার সন্ধায় বিমানযোগে ঢাকা থেকে যশোর নেমে সড়ক পথে চেয়ারম্যান ও পরিচালক সহ তাদের সফর সংগীরা প্রথমে মোবারকগঞ্জ চিনিকলে আসবেন। এ সময় তারা মিলের ব্যবস্থাপনা পরিচালক ও সকল বিভাগের মহাব্যবস্থাপক, অন্যান্ন কর্মকর্তাসহ সিবিএ নেতৃবৃন্দের সাথে মিলের সার্বিক নিয়ে মতবিনিময় করবেন। আক রাতেই চেয়ারম্যান ও পরিচালক মহোদয় দর্শনা কেরু এ- কোং সুগার মিলে রাত যাপন করে পরদিন সকালেই ঐ মিলের একউ ভাবে মতবিনিময় করবেন।
মোবারকগঞ্জ চিনিকলে সামনে মাড়াই মৌসুমে ৬ হাজার ৫,শ একর জমিতে আখ রয়েছে। একর প্রতি ২০ মেট্রিক টন ফলন হলে এবার মিলটি ১ লাখ ২৩ হাজার মেট্রিক টনআখ মাড়াই করবে। গত মাড়াই মৌসুমে মোচিকে ৫ হাজার ৭৭২ একর জমি থেকে ১ লাখ ১ হাজার ৬,শ ৯১ মেট্রিক টন আখ মাড়াই করা হয়। মোচিকের কৃষি ব্যবস্থাপক গোলাম কবির বলেন, আগামি ১লা সেপ্টেম্বর থেকে আখ রোপন কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে মিলের ৮ টি সাবজোন এলাকায় প্রায় প্রতিদিন আখচাষিদের সাথে উঠান বৈঠক চাষি সমাবেশ এবং একর প্রতি ফলন বাড়ানোর জন্য চাষি প্রশিক্ষন দেওয়া হচ্ছে।