জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে আয়োজিত সমাপনি অনুষ্ঠানে মৎস্য পুরস্কার পেলো ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চার মৎস্য চাষী। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত সমাপনি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চার সফল মৎস্য চাষীকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার ও সমাপনি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা, উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা ফাল্গুনি হামিদ প্রমুখ।
এবছর সেরা মৎস্য চাষী হিসেবে যারা পুরস্কার পেয়েছেন তারা হলেন পোনা মাছ উৎপাদনের জন্য মোছা: হাফিজা খাতুন, শ্রেষ্ট্র মাছ চাষী হিসেবে মো: লিয়াকত আলী, দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের জন্য মো: আমিনুর রহমান এবং মনোসেক্স তেলাপিয়া উৎপাদনের জন্য মো: হানিফ আলী।